চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারসহ রণজিত আচার্য্য (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয় বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী।
ওসি জানান, ভারতীয় ওই নাগরিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে কলকাতার হাওড়া সুপারীপাড়া এলাকার বাসিন্দা তিনি। তিনি নিয়মিত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান ব্যবসা করে আসছেন। পুলিশের নজরদারি এড়ানোর জন্য ভোরে সিটি গেইটের পূর্বে পুলিশের তল্লাশি দেখে একটি বাস হতে নেমে যায় এবং পায়ে হেঁটে সিটি গেইট অতিক্রম করছিলেন। এসময় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে তল্লাশি করে ১৯ ভরি ১ আনা ওজনের ২টি স্বর্ণের বার, ২ হাজার ইন্ডিয়ান রুপি, ৩ হাজার বাংলাদেশি টাকা, ১টি ইন্ডিয়ান পাসপোর্ট ও ১টি বাসের টিকিট জব্দ করা হয়। স্বর্ণগুলোর বর্তমান বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন