নৌযান শ্রমিকরা ১১ দফার দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। শুক্রবার মধ্য রাত থেকে নৌযান শ্রমিকদের এ ধর্মঘট শুরু হচ্ছে। নৌযান শ্রমিকদের আট সংগঠনের জোট বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ কর্মসুচী পালন করে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৮ শ্রমিক সংগঠন যৌথ ভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। দাবি আদায়ের লক্ষ্যে আমরা সরকার ও মালিকপক্ষ অনেক সময় দিয়েছি। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।’
আন্দোলনরত শ্রমিকরা জানান, নৌযান শ্রমিকরা দীর্ঘদিন ধরে সরকার ও মালিকপক্ষ বিভিন্ন দাবি দিয়ে আসছে। কিন্তু তারা বার বার আশ্বাস দেয়ার পরও তা বাস্তবায়নে কোন উদ্যোগ নেয় নি। তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে সর্বস্তরের শ্রমিকদের বেতন প্রদান, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান, মালিক কর্তৃক খাদ্য ভাতা প্রদান, নৌযান শ্রমিকদের সমুদ্র ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ, নৌপথে চাঁদাবাজি বন্ধ করা অন্যতম।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ