কবি সাহিত্যিক সহ সৃষ্টিশীল মানুষের ঐতিহ্যবাহী মিলনকেন্দ্র চট্টগ্রামের কারেন্ট বুক সেন্টার। ১৯৫১ সালে অভিজাত ও সৃজনশীল এ বুক সেন্টার যিনি প্রতিষ্ঠা করেন সেই খ্যাতিমান সাহিত্য অনুরাগী মোহাম্মদ আমিন তালুকদারের ৩১ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।
১৯৮৮ সালের এ দিনে বিপণন কেন্দ্রটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমিন তালুকদার আকস্মিক হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাতটায় গরিবুল্লাহ শাহ (রা:) মাজারস্থ কবর প্রাঙ্গণে কোরআনখানি, জিয়ারত, ফিরিঙ্গিবাজাস্থ বাসভবনে খতমে কোরআন এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
আমিন তালুকদার ঝালকাঠি জেলার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ তালুকদার এর দ্বিতীয় পুত্র। বর্তমানে নাসিরাবাদ মিমি সুপার মার্কেটে একটি ও কাজীর দেউরি ভিআইপি টাওয়ারে একটি কারেন্ট বুক সেন্টারের বিপণন কেন্দ্র রয়েছে। জলসা মার্কেটেই ঐতিহ্যবাহী এই কারেন্ট বুক সেন্টারটি ছিল দীর্ঘদিন ।
বিডি প্রতিদিন/হিমেল