এ যেন এক দিন বদলের গল্প। এক সময় প্রবাদ ছিল- ‘থানার পাশে কানাও যায় না।’ সেই প্রবাদটা এখানে যেন বেমানান। এড়িয়ে চলা থানাই এখন লোকজন যাচ্ছে সেলফি তুলতে! থানার নানান পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছে সেবা প্রার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ। পুরো থানা এলাকা সাজানো হয়েছে ‘পর্যটন স্পটের আদলে বর্ণিল সাজে। রয়েছে হাসপাতালের ইমাজেন্সি বিভাগের আদলে ‘সেবা ছাউনি’। থানার দেয়াল সাজানো হয়েছে নান্দনিক চিত্রকর্মী ও অপরাধ বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক লেখা দিয়ে। এসব দেখা মিলছে চট্টগ্রামের মহানগর পুলিশ (সিএমপি)’র কোতোয়ালী থানায়।
সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘আমরা চাইছি পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমাতে। সাধারণ মানুষের কাছাকাছি যেতে। কোতোয়ালী থানা পুলিশ পর্যটন স্পটের আদলে যেভাবে থানাকে জনসাধারণের কাছে উপস্থাপন করছে তা অবশ্যই প্রশংসনীয়। আমরা চাই সিএমপি’র প্রত্যেকটা থানাকে কোতোয়ালীর স্টাইলে সাজাতে।’
জানা যায়, জনগনকে থানা মুখী করতেই পর্যটন স্পটের আদলে সাজানো হয়েছে পুরো কোতোয়ালী থানা। থানার ভেতর ও বাইরে রয়েছে ৫৯টি নান্দনিক চিত্রকর্ম। সেখানে জঙ্গিবাদে না জড়ানোর আহ্বান, ইভটিজিং না করার আহ্বান, গুজব না ছড়ানোর আহ্বানের পাশপাশি, তেমনি বাড়ির মালিককে সতর্ক করে ভাড়াটিয়া সম্পর্কে খোঁজ রাখার অনুরোধও জানানো হয়েছে। রয়েছে বিখ্যাত ব্যক্তিদের উক্তি। ধর্ষণ বিরোধী চিত্রকর্ম ও দেয়াল লিখনে ব্যবহার করা হয়েছে প্রতীকী চিত্র। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে থানার গেইট পর্যন্ত ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের নানান চিত্র। যাতে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর তর্জনী উচিয়ে ৭ মার্চের ভাষণ থেকে শুরু করে ভাষা আন্দোলনের মিছিলের চিত্র কর্ম। মেডিকেলের ইমাজেন্সি বিভাগের আদলে তৈরি করা হয়েছে থানার গোলঘরকে। যার নাম দেয়া হয়েছে ‘সেবা ছাউনি’। এ সেবা ছাউনীতে পাওয়া যাবে প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় সেবা। এছাড়া থানার ভেতরের পরিবেশ সাজানো হয়েছে কর্পোরেশন অফিসের আদলে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘জনগণের সাথে পুলিশের কোন দূরত্ব না থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেকটা সহজ হয়ে যায়। সাধারণ জনগণকে থানামুখী করার প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের এ উদ্যোগ। এখন শুধু সেবা প্রার্থী নয়, অনেক লোকজন আসেন থানা এলাকার পরিবেশ এক নজর দেখতে।’
কোতোয়ালী থানায় সেবা নিতে আসা হাজী সেলিম নামে এক ব্যবসায়ী বলেন, ‘ব্যবসায়ীক কারণে দেশের অনেক জায়গায় ঘুরেছি। অনেক থানায় গিয়েছি। কিন্তু এ ধরণের পরিবেশ দেশের আর কোন থানায় পাইনি। দেশের সব থানা এ আদলে হলেই পুলিশ জনগণের দূরত্ব কমবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার