কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে পেশাদার এক মোবাইল ফোন চোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। গ্রেফতার মোবাইল চোরের নাম মো: আরমান (২৮)। তার পিতার নাম মো: নুরুল ইসলাম প্রকাশ ইসমাইল। আরমানের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
এসময় তার কাছ থেকে ৬২টি চোরাই মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। শনিবার গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়।
নগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পুলিশ কমিশনার, মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্টেশন রোড এলাকা হতে ৬২ পিস চোরাইকৃত মোবাইলসহ পেশাদার চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার চোরাই মোবাইল বিক্রেতা। সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত মোবাইল সংগ্রহ করে বিক্রিও করে আসছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার / ফারুক তাহের