চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কা মোহাম্মদ ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের আসিটি ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ভোলার চরফ্যাশন এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। তিনি ইপিজেড এলাকার লেবার কলোনীতে ভাড়ায় থাকতেন।
বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বন্দরের আইসিটি ২ নম্বর গেট এলাকায় ইব্রাহিমকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ