চট্টগ্রামে পাহাড় কাটা ও দখলের অভিযোগে ৯ জনকে পাঁচ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত রবিবার বিকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী এ জরিমানা করেন।
এর মধ্যে আবু ইউসুফ মিয়া ও ইলিয়াস চৌধুরীকে ৭৫ হাজার টাকা, রোকয়ো সুলাতানাকে ৬০ হাজার, শাহজান ফরাজীকে ৯০ হাজার, আমির হোসেনকে ৮০ হাজার, মোহাম্মদ ইদ্রিসকে ৭০ হাজার, আমির হোসেন ও আবদুল ছাত্তারকে ৮০ হাজার এবং হেলাল উদ্দিনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক বলেন, চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ মৌজার নাগিন পাহাড়ে ১৬ নভেম্বর অভিযান পরিচালনা করা হয়। সেখানে পাহাড় ও টিলা কাটা এবং দখলের প্রমাণ মিল। গত রবিবার তাদের শুনানিতে উপস্থিত থাকতে নোটিশ দেওয়া হয়। এসময় পাহাড় কাটা ও দখলের অভিযোগে তাদেরকে মোট পাঁচ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এএম