সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১শ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে গ্রেফতার করা হয় মো সোহেল নামে এক যাত্রীকে। এসময় তার কাছ থেকে ২৬টি সোনার বার, ৬টি গলানো গোল্ড পাত, ৩টি গোল্ড পিন্ডো, ৫টি হাতের বালাসহ কিছু গহনা জব্দ করা হয়। মঙ্গলবার সকালে আমিরাতের দুবাই থেকে আসা বিজি ১৪৮ ফ্লাইটের যাত্রী থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, আমিরাতের দুবাই থেকে এক যাত্রীর বিপুল স্বর্ণ নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারী রাখা হয়। লাগেজ বেল্টে কাছে আসলে ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়া চ্যালেঞ্জ করে তল্লাশী চালানো হয়। এসময় স্বর্ণগুলো জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
বিডি প্রতিদিন/হিমেল