চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে বিপুল ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চল। মঙ্গলবার নগরীর টাইগারপাস এবং দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন শর্মা বলেন, মঙ্গলবার সকালে টাইগারপাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ১১০ পিস ইয়াবাসহ আকতার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দামপাড়া এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ কবির হোসেন নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম