গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে চট্টগ্রাম নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সড়ক, নৌ ও রেলপথসহ সর্বস্তরের শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দ্রুত বাতিল করাসহ নানা দাবি তুলে ধরেন তারা।
মঙ্গলবার দুপুরের দিকে দুই নম্বর গেট এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল বের হয়ে জিইসির মোড়ে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে-পরিবহন খাতে শ্রমিকদের ওপর চলমান সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের দাম কমানো, রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় ব্যক্তিগত পরিবহন হ্রাস, গণপরিবহন ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অতিরিক্ত ভাড়া বহন করতে আমাদের কষ্ট হচ্ছে। সামান্য পথ পাড়ি দিতে অনেক বেশি ভাড়া দিতে হচ্ছে। যা আমাদের ওপর জুলুম। গ্রাম থেকে এসে টিউশন করে চলি। টিউশনের টাকা যদি গাড়ি ভাড়ায় চলে যায় তাহলে খাবো কী? সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবি নতুন নয়। এটি আমাদের যৌক্তিক দাবি।
তারা আরও বলেন, বাসে হাফ ভাড়া দিতে গেলে বাসের হেলপার নিতে চায় না। শিক্ষার্থীদের সাথে প্রতিনিয়তই ঝগড়া করে। আমরা চাই প্রশাসনের সঠিক সিদ্ধান্ত। প্রশাসন সুদৃষ্টি দিলে চট্টগ্রামে শিক্ষার্থীদের এই দুর্ভোগ পোহাতে হবে না।
বিডি প্রতিদিন/এমআই