চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে যে ধারণা অর্জন করেছেন, তা সুশাসন প্রতিষ্ঠায় ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজ আরো গতিশীল হবে। কারণ বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কেন্দ্রীয় সরকারের মাধ্যমে নিয়ন্ত্রিত হলেও স্থানীয় সরকারের কার্যক্রমও গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) কাউন্সিলরগণের জন্য জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উদ্যোগ এবং চসিকের ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপি ‘সিটি কর্পোরেশন প্রশাসন অবহিতকরণ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
রবিবার সকালে নগরের আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত কাউন্সিলর হুরে আরা বেগম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শাহেদা ফাতেমা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম