চট্টগ্রাম সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন মো. এরশাদ সাহেদ নামে এক ব্যবসায়ী। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই মোহাম্মদ মঞ্জুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার হাটহাজারী উপজেলার মিরেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদ একই উপজেলার গুমারমর্দন ইউনিয়নের মোহাম্মদ খোরশেদের ছেলে।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা বলেন, সোমবার গভীর রাতে পরিবারের সদস্যরা এরশাদের গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে নিহতের ছোট ভাই মঞ্জুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত এরশাদের সাথে ছোট ভাই মঞ্জুর সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি মঞ্জু বিদেশ থেকে দেশে ফিরেন। পূর্ব বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই