চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)’র পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক সবুক্তগীন মাহমুদ তায়েছসহ কর্মীদের মারধরের অভিযোগে সাবেক কাউন্সিলরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন- চসিকের ছয় নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন, মিজানুর রহমান, আব্দুর রহমান, মো. বাদশা ও মো. মোরশেদ। এদের মধ্যে মিজান ও মোরশেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার নুর নগর হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপি উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, ‘‘সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।’
হামলার শিকার সবুক্তগীন মাহমুদ তায়েছ বলেন, বির্জা খাল থেকে মাটি তুলে নুর নগর হাউজিংয়ে ফেলার জন্য গেলে তাদের বাধা দেয়া হয়। এ পর্যায়ে হাসান লিটনের নেতৃত্বে হামলা চালানো হয়। তারা ট্রাকের চাবি কেড়ে নেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের মারধর করেন।
বিডি প্রতিদিন/এএম