চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জেসমিন আক্তার ইভা (১২) অভিমান করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ইভা ওই এলাকার সবজি বিক্রেতা মুহাম্মদ সালাইমানের মেয়ে এবং গশ্চি ভানুমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অনেকক্ষণ ধরে ইভা ঘর থেকে বের হচ্ছিল না। পরে পরিবারের লোকজন ঘরে ঢুকে দেখেন, ঘরের চালার সঙ্গে জেসমিনের লাশ ঝুলছে। পরে বিষয়টি থানায় জানানো হলে রাত নয়টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত ছাত্রীর ভাই মুহাম্মদ হাসান বলেন, সন্ধ্যার পরও জেসমিন স্বাভাবিক ছিল। এরপর কীভাবে এ রকম ঘটনা ঘটল, কেউই বুঝতে পারছি না। ইভার গলায় স্কার্ফ পেছানো ছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, অধ্যায়নরত ওই ছাত্রীকে পড়াশোনার জন্য মা বকা দিতো, শাসন করতো। হয়তো এ কারণে আত্মহত্যা করতে পারে।
বিডি প্রতিদিন/এএম