আদালতে নারাজি দিতে আসা মামলার সাক্ষী ও ভিকটিমকে মারধরের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্তসহ তিনজনকে আসামি করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, সোলেমান বাঁশি (৫১) এবং নাজিম উদ্দীন প্রকাশ কোয়েল নাজিম (৩৫)।
রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি করেন তৌহিদুল ইসলাম।
মামলার বাদী পক্ষের আইনজীবী ওহীদুল আলম বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার নারাজি দিতে আসা তৌহিদুল ইসলামকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্তসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য কোতোয়ালী থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
জানা যায়, ২০১৯ সালের ২০ আগস্ট আবু সুফিয়ান চৌধুরী ও তৌহিদুল ইসলামের ওপর হামলা চালায় বাজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাপস কান্তি দত্তের নেতৃত্বে বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত ১৪ ডিসেম্বর ধার্য তারিখে মামলার বাদী আবু সুফিয়ান ও ভিকটিম তৌহিদুল ইসলাম আদালতে উপস্থিত হয়ে নারাজি দাখিল করে। আবেদনের শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে নিচ তলায় নামার সাথে তৌহিদের ওপর হামলা চালায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন