সাত কোটি টাকা আত্মসাত করে দেশ ছেড়ে পালাতে পাসপোর্ট তৈরি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন শাকিল আহমেদ তানভীর নামে এক ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে শাকিলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া শাকিল পাঁচলাইশ এলাকার আবদুস সালামের ছেলে।
পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, গ্রেফতার হওয়া শাকিলের বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে ৭ কোটি টাকারও বেশি আত্মাসাত করে প্রতারণা করে দেশ ত্যাগের পরিকল্পনা ছিল তার। তাই পাসপোর্ট তৈরি করতে আসেন মঙ্গলবার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম