চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় স্ত্রী হত্যা মামলায় অ্যাডভোকেট আনিসুল ইসলামের (৩২) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালত এ আদেশ দেন।
আনিসুল ইসলাম চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য। তিনি বাঁশখালী থানার উত্তর জলদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মৃত সিরাজুল ইসলামের ছেলে। এর আগে গত সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত আনিসুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।
মামলায় অভিযোগ আনা হয়, চান্দগাঁও থানার পাঠানিয়া গোদা শওকত আবাসিক মাসুদা খাতুন ভবন তৃতীয় তলায় ফ্লাটের ভাড়া বাসায় যৌতুকের দাবিতে মাহমুদা খানম আঁখিকে মারধর করেন। এতে পেটে আঘাতের ফলে নাড়িভুঁড়ি ছিঁড়ে যায়। গত ১৮ ডিসেম্বর নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পুনরায় অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার সন্ধ্যায় মারা যান। গত সোমবার নিহতের ভাই মিজানুর রহমান বাদী হয়ে চান্দগাঁও থানায় স্বামী আইনজীবী আনিসুল ইসলাম, মা ফরিদা আক্তার (৫০) ও বোন হামিদা বেগমসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে মামলা করেন। মৃত মাহমুদা খানম আঁখি, নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আনিসুল ইসলামের ৫ দিনের রিমান্ড ও জামিন আবেদন করেছিলেন। দুপুরে আদালত শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের প্রতিবেদন সাপেক্ষে জামিন আবেদনের শুনানি করা হবে।
বিডি প্রতিদিন/এএম