জিপিএইচ ইস্পাতের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে অনলাইনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান আলমগীর কবির।
এতে উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মো আশরাফুজ্জামান, আবদুল আহাদ, আজিজুল হক মুখতার আহমেদ। সভায় ২০২১-২২ অর্থ বছরে ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয়। যার মধ্যে মধ্যে অর্ধেক করে থাকবে নগদ এবং স্টক লভ্যাংশ।
স্বাগত বক্তব্যে আলমগীর কবির বলেন, বর্তমানে বাংলাদেশের নির্মাণ শিল্প সম্প্রসারিত হচ্ছে। এ প্রত্যাশিত চাহিদা, নির্মাণ প্রকল্পের স্থায়ীত্ব এবং নিরাত্তার বৃহৎ স্বার্থে জিপিএইচ কোয়ান্টাম প্রযুক্তি সমৃদ্ধ কারখানা প্রতিষ্ঠা করেছে। এরই মধ্যে থার্ড টার্মিনাল, কর্ণফুলী টানেলসহ বড় বড় প্রকল্পগুলোতে অংশগ্রহণ করে সক্ষমতার প্রমাণ করেছি।
গ্রুপ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা এবং বিশ্ব অর্থণৈতিক মন্দার কারণে বৈশ্বিক সাপ্লাই চেইন মারাত্মক ব্যাহত হয়েছে। কাঁচামাল জাহাজীকরণ এবং পরিবহণ ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে জিপিএইচ টার্গেট আয় প্রবৃদ্ধি অর্জন করেছে। যা বিগত বছরের তুলনায় ৬৫ দশমিক ৬৭ শতাংশ বেশি।
বিডি প্রতিদিন/এএম