চট্টগ্রামের রাউজান উপজেলায় চুলা থেকে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয়ে সানজিদা সুলতানা (২২) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
সানজিদা সুলতানা উপজেলার মইশকরম গ্রামের মুহাম্মদ রাসেলের স্ত্রী। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন। এতে শরীরের ৬০ শতাংশের বেশি দগ্ধ হয় বলে জানান চিকিৎসকরা।
বিডি প্রতিদিন/এএম