চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বাঁশখালী উপজেলার জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত, বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পসহ পরিষদের নিজস্ব সম্পত্তির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। বৃহস্পতিবার তিনি আয়বর্ধক প্রকল্পগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পরিষদের জায়গা দখলমুক্ত করে আয়বর্ধক প্রকল্প গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনের পর বাঁশখালী খাটখালী বাজারে ব্যবসায়ী সমিতি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মুনিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য মো. নুরুল মোস্তাফা সিকদার সংগ্রাম ও পৌর মেয়র এ্যাড. তোফায়েল বিন হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম