নগরীর ফলমন্ডি এলাকায় দুই ছাত্রীর কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। তার নাম শরীফ (২০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মো. বাহারের ছেলে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ফলমন্ডি এলাকার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, দুই ছাত্রী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমন্ডি এলাকায় তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাই করার সময় তারা চিৎকার দেন। তৎক্ষণিক তাদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। এ সময় মোবাইল নিয়ে পালিয়ে যেতে দেখে তাকে ধাওয়া দিয়ে আটক করি। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
বিডি প্রতিদিন/এএম