চট্টগ্রামের বন্দর থানা এলাকার নিমতলা মোড়ে ট্রলির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই পথচারীর পরিচয় পাওয়া যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, নিমতলা এলাকায় ট্রলির ধাক্কায় একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল