চট্টগ্রামে পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরির সময় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- শাওন দাশ এবং আমির হোসেন। মঙ্গলবার গভীর রাতে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার গভীর রাতে স্থানীয় জনতা দুই চোরকে আটকের খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়। এসময় তাদের সঙ্গে থাকা পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এস রেজাউল করিম বলেন, পুলিশের স্টিকার লাগিয়ে গরু চুরি করতে আসে ৪ থেকে ৫ জনের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দিয়ে দুই জনকে আটক করে জনতা। বাকিরা পালিয়ে যায়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/এএম