চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা হাম্মাদিয়া দিঘিরপাড়স্থ একটি কবরস্থানের গাছ থেকে মনির খান মোল্লা (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
মনির খান মোল্লা মাগুরার মোহাম্মদপুরের নাওভাঙা গ্রামের জমি মোল্লার ছেলে। পেশায় তিনি দিনমজুর।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা হাম্মাদিয়া দিঘিরপাড়স্থ কবরস্থানে এক যুবকের ঝুলন্ত লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করলেও তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছে। নিহতের স্বজনেরা যোগাযোগ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম