চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে লায়লা নাসরিন আহমেদ (৩৪) নামে এক নারী দালালকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
আটক নারী দালালের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে। তিনি বর্তমানে নগরের বাকলিয়া থানাধীন বঘারবিল এলাকায় বসবাস করেন। এর আগে গত রবিবারও একজন নারী দালালসহ দুইজনকে আটক করা হয়েছিল।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, হাসপাতালের বহির্বিভাগে সন্দেহজনকভাবে এক নারী ঘুরঘুর করছিল। ইতোমধ্যে সে বিভিন্ন রোগী ভাগানোর চেষ্টার কথাও শোনা যায়। সোমবার তাকে হাসপাতালের বহির্বিভাগ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল