চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে শাহাদাত হোসেন সিফাত (১৮) নামে এক দালালকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আটক করা হয়। শাহাদাত নগরের পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিকের আব্দুল মাবুদ গফুরের ছেলে। এর আগে গত সোমবার এক মহিলা দালাল এবং গত রবিবার দুইজন দালাল আটক করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, জরুরি বিভাগে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করত এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত। হাসপাতালের বহির্বিভাগে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম