চট্টগ্রামে বিএনপির অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণকালে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নগরীর বন্দর থানার কলসি দিঘি এলাকায় গণসংযোগ ও লিপলেট বিতরণকালে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান।
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে নগরের চান্দঁগাও এলাকায় লিফলেট বিতরণ করেছেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের আসন ভাগাভাগির নির্বাচন ইতিমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। জনগণ ভোট উৎসবে নয় বরং ডামি এই নির্বাচন জনগণ বয়কট করবে। আগামী ৭ জানুয়ারী সেটার প্রতিফলন ঘটবে। এছাড়াও নগরের পাঁচলাইশ এলাকায় লিফলেট বিতরণ করেছেন পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামসুল আলম, সাধারন সম্পাদক হাসান ওসমান।
এদিকে বিনা ওয়ারেন্টে এম এ আজিজকে বন্দর থানা পুলিশ গ্রেফতার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর নাছির উদ্দীন, গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, মাহবুবের রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্কর, আবু সুফিয়ান, এনামুল হক এনাম।
বিডি প্রতিদিন/হিমেল