দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের তালিকা তৈরির নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের নিদের্শে চট্টগ্রাম মহানরগ পুলিশ ও জেলা পুলিশকে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা পেয়ে এরই মধ্যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ।
চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নির্বাচনে বৈধ কিংবা অবৈধ কোন অস্ত্রই ব্যবহারের সুযোগ নেই। তাই অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে মহানগর ও জেলা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে অন্যান্য সংস্থাও কাজ করছে এটা নিয়ে।’
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। চলতি মাসে জেলা পুলিশ ১০ অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া আমরা গত নির্বাচনে কোথায় কোথায় সহিংসতা হয়েছে, সেটা মাথায় নিয়ে কাজ করছি।’
পুলিশের বিশেষ শাখার (এসবি) তথ্যমতে, চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫১২টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পিস্তল, রিভলবার, একনলা ও দোনলা বন্দুক, শর্টগান, রাইফেল। নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা দেয়ার নিয়ম রয়েছে।
বিডি প্রতিদিন/এএম