চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা ২০২৩ সালের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এতে ১৫২ জন কৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭৯ জন শিক্ষার্থী।
মঙ্গলবার এ ফলাফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান বলেন, ২৭ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জমা নেওয়া হয়। ২৭ হাজার ২৭২ শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। এর মধ্যে ৮৮৭টি উত্তরপত্র পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ১৫২ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৯ শিক্ষার্থী।
এর আগে গত ২৬ নভেম্বর সারা দেশে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত