চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার মো. সাগর হত্যা মামলার অভিযুক্ত হৃদয় মিয়া প্রকাশ বাবুকে হবিগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। শুক্রবার রাতে হবিগঞ্জ সদর থানার কাটিয়াদি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি সনজয় কুমার সিনহা বলেন, বন্ধুর স্ত্রীকে নিয়ে কটুক্তি নিয়ে সাগরের সাথে কথা কাটাকাটি হয় বাবুর। এক পর্যায়ে সাগর ও তার বন্ধু মো. আলমকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহকত হয়ে মৃত্যুবরণ করেন সাগর। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে জানতে পারি, হবিগঞ্জে বোনের বাড়িতে আত্মগোপনে অভিযুক্ত বাবু। গ্রেফতারের পর হত্যাকাণ্ডের ঘটনায় দোষ স্বীকার করেছে। গ্রেফতারের পর আদালতে হাজির করার পর দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
বিডি প্রতিদিন/এএম