চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা এলাকায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে ডাকাত দল। শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার শাকপুরা এলাকার শাহ আমানত ভবনে এই ঘটনা ঘটে।
ভবনের ভাড়াটিয়া গিয়াস উদ্দীন জাহেদ জানান, ‘রাতে জমিদার বাইরে থেকে দরজা খুলতে বলতে আমি বাসার দরজা খুলি। এ সময় জমিদারের সাথে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। তাদের হাতে বন্দুক ছিল। পরে তারা পুলিশ পরিচয়ে আমার বাসায় ঢুকে আমার স্ত্রীর চার ভরি স্বর্ণ ও ২টি স্মার্ট মোবাইল নিয়ে নেয়। পরে তারা একই কায়দায় ভবনের প্রতিটি বাসায় প্রবেশ করে মালামাল লুট করে। এ সময় দু’একজন কথা বলতে চাইলে তাদের থাপ্পড মারে।’
স্থানীয় ইউপি সদস্য পরিমল দাশ জানান, পুলিশ পরিচয় দিয়ে শাহ আমানত ভবনের সাতটি ঘরে ডাকাতদল সাত পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৬টি মোবাইল, ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে জানিয়েছেন ভবনের মালিক মো. সাবের। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বোয়ালখালী থানা পুলিশ।
এ ব্যাপারে জানতে বোয়ালখালি থানার ওসি মো. আছহাব উদ্দীনকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/এএম