চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার মেয়াদ বাড়াতে পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণার পাতানো ডামি নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।
শনিবার নগরীর মুরাদপুর এন মোহাম্মদ, মির্জা পুল শুলকবহর এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে পাঁচলাইশ থানা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার ভাগবাটোয়ারার নির্বাচনে কে জিতবে, তার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করেছেন, ২০১৮ সালে রাতে ভোট হয়েছিল। আগামী ৭ জানুয়ারির ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে ভোট ডাকাতির হ্যাটট্রিক করতে যাচ্ছে আওয়ামী লীগ। এ সময় তিনি বলেন, মানুষের ভোটাধিকার ধ্বংস করার জন্য আওয়ামী লীগ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাবে।
কর্মসূচিতে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইস্কান্দার মির্জা, থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি নেতা কাজী শামসুল আলম, হাসান উসমান চৌধুরী, লেদু মেম্বার, আবদুল মান্নান, শাহজাহান বাবুল, এম এ হামিদ দিদার, মো. হাসান, তৌহিদুল ইসলাম রানা, আলী আকবর, আলিফ উদ্দিন রুবেল, মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল