চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীতে মোটরসাইকেলসহ পড়ে নুরু উদ্দিন মঞ্জু (৩০) নামে এক প্রবাসী যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সুন্দরপুর ও নাজিরহাট পৌরসভার সীমান্তবর্তী সিদ্ধাশ্রম ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ নুরু উদ্দিন মঞ্জু ফটিকছড়ির পাঁচপুকুরিয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র। এ ঘটনায় তার সঙ্গী তাজু উদ্দিন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সুয়াবিল এলাকা থেকে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার সময় কাঠের একটি অস্থায়ী সেতু দিয়ে মোটরসাইকেল পার হচ্ছিলেন দুই বন্ধু। সেতু অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে তারা নদীতে পড়ে যান। স্থানীয়রা তাজু উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হলেও মঞ্জু পানিতে তলিয়ে যান।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আকরামুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডুবুরি দলের অনুপস্থিতিতে চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করবে।
বিডি প্রতিদিন/মুসা