শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
কর্মসূচি দিতে ঢিলেমি করলে বিএনপি বিলীন হয়ে যাবে
ফরহাদ মজহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার। তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি ব্যর্থ হয়েছে। তাদের দুর্বল আন্দোলনের কারণেই এই জালিম সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে না। সরকার হটাতে শীঘ্রই বিএনপির জোরালো কর্মসূচি দেওয়া উচিত। আর বড় কর্মসূচি দিতে ঢিলেমি করলে বিএনপি নিশ্চিহ্ন ও বিলীন হয়ে যাবে।
গতকাল বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধার, ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও বাকস্বাধীনতা’ শীর্ষক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজীর সভাপতিত্বে সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ডা. জাফরউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. পিয়াস করিম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ বক্তব্য দেন। ফরহাদ মজহার আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে নিজের বক্তব্যে প্রতিবাদ জানান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। এ সময় ফরহাদ মজহার তার কথার প্রতিক্রিয়ায় উঠে দাঁড়িয়ে কথা বলতে থাকলে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা তাকে শান্ত করেন। দুজনের বাদানুবাদের পর মির্জা ফখরুল তার বক্তব্যে কাউকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে উত্থান-পতন থাকেই। তবে ফরহাদ মজহারের কথায় সায় দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী।
ব্যারিস্টার রফিকুল বলেন, বিএনপি জনগণের জন্য আন্দোলন করে। এই দল কখনো বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরও একই কথা বলা হয়েছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু বিএনপি এগিয়ে গেছে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দল কখনো বিলীন হবে না। এ সময়ে মঞ্চে বসা ফরহাদ মজহার দাঁড়িয়ে বলেন, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথা বলছেন। আমরা পেশাজীবী। আমি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছি, আমার সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। আমরা কেউ সরাসরি রাজনীতি করি না। এভাবে কথা বললে, আমাদের ডাকেন কেন? এ সময় পাশে বসা নেতারা ফরহাদ মজহারকে হাত ধরে বসতে অনুরোধ জানালে তিনি বসেন। এরপর রফিকুল বক্তব্য শেষ করে ফরহাদ মজহারের পাশে গিয়ে বসেন। তখন আবার দুজনকে হাসিুমখে কথা বলতে দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনোই বিলীন হয়ে যাবে না। জিয়াউর রহমানের দর্শন নিয়ে বেগম খালেদা জিয়া যে পতাকা উঁচিয়ে রেখেছেন, তা কখনো নিচে পড়বে না।’
এই বিভাগের আরও খবর