ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
আজ বেলা সোয়া ২টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা এ সংঘর্ষ চলে।
আহতরা হলো শাহাজাদ হোসেন, আবু সাইদ, মনির, বেলাল, ইকবাল, নাহিদ ও নাইম। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুপুরে সূর্য সেন হলে খাবার খাওয়ার সময় হাত ধোয়া নিয়ে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দু'গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।