ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলের পরিকল্পিত একটি হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটকে দিয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। হামলার বদলে তিনি তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করতে তাদের সঙ্গে আলোচনার পথকেই বেছে নিয়েছেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত অন্যদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বলেছে মার্কিন সংবাদমাধ্যমটি। ইরানের পারমাণবিক সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যার সাহায্যে তার এক বছর বা তার চেয়ে খানিকটা বেশি সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলতে পারবে বলে গুঞ্জন রয়েছে। তেহরানের ওই সক্ষমতা ভণ্ডুল করার লক্ষ্যে মে মাসের মধ্যে তাদের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করেছিল ইসরায়েল।
কিন্তু এ ধরনের হামলা চালাতে গেলে যুক্তরাষ্ট্রের সায় ও সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। কেননা, ইরান পাল্টা ইসরায়েলে হামলা চালালে ওয়াশিংটনকে ঢাল হয়ে দাঁড়াতে হবে, তা ছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সাহায্য ছাড়া ইরানের স্থাপনাগুলোতে সফল হামলা চালানোও তেল আবিবের জন্য কঠিন হবে। উপদেষ্টা, সহযোগী ও মন্ত্রিসভার সদস্যদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে হওয়া তর্কবিতর্কের পরপর ট্রাম্প ইসরায়েলের সামরিক পদক্ষেপে সহায়তা করার বদলে ইরানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেন- নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত শনিবার ওমানে আলোচনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে আগে কখনোই তেহরানের বৈঠক হয়নি; দুই দেশের কর্মকর্তারাই শনিবারের বৈঠককে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আখ্যা দিয়েছেন। আসছে শনিবারও দেশ দুটির মধ্যে আলোচনার দ্বিতীয় রাউন্ড হওয়ার কথা; এবারের বৈঠক রোমে হতে পারে বলে পরিকল্পনা সম্বন্ধে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
তেহরান সফরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী : বর্তমানে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে ইরানে। এ উত্তেজনার মধ্যে দেশটিতে সফরে গেছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গতকাল তিনি রাজধানী তেহরানে পৌঁছেছেন। এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে বেশ কয়েকটি বৈঠক করবেন। নতুন করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এ সময় তারা আঞ্চলিক পরিবর্তিত পরিস্থিতি এবং তা সমাধানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। -রয়টার্স ও সিএনএন