মোয়াল্লেম ফি দেওয়া ৩০ হাজার লোক এ বছর হজে যেতে পারবেন না। এর মধ্যে রেজিস্ট্রেশন করা ১০ হাজার জনও রয়েছেন। ১ লাখ ৭ হাজার ৫৮ জন হজ পালন করতে পারবেন।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিতিতে আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মসচিব চৌধুরী মো. বাবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
রেজিস্ট্রেশন না করে ব্যাংকে টাকা জমা দেওয়ায় সৃষ্ট জটিলতায় তারা হজে যেতে পারছেন না। আর সরকারও তাদের দায়ভার গ্রহণ করবে না বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/ ২১ এপ্রিল, ২০১৫/ রশিদা