রমজানের প্রতিটি দিন তার আগের দিন অপেক্ষা শ্রেয়তর এবং অধিক ফজিলতপূর্ণ। আর রমজনের শেষ জুমা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যমণ্ডিত। তাই সারাদেশের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও রমজানের শেষ জুমা জুমাতুল বিদায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টা থেকে খুতবা এবং তা শেষে নামাজ অনুষ্ঠিত হয়। এরপর সংঘাতমুক্ত দেশ ও বিশ্ব কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
খুতবা ও নামাজ পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম মুফতি মওলানা মহিউদ্দীন কাশেমী।
দোয়ায় তিনি বলেন, ইসলামের সঠিক পথে আমাদের চলতে হবে। রমজান আমাদের এই শিক্ষাই দিয়ে গেল। আর কয়েকটা দিন পর ঈদ, এই উৎসবের নামে যেন কোনো নোংরামি না করা হয়। শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করবো এটাই প্রত্যেক মুমিন-মুসলমানের দায়িত্ব।
সন্ত্রাস ও সংঘাতমুক্ত বিশ্ব কামনায় মাওলানা মহিউদ্দীন কাশেমী বলেন, আমরা কেউ চাই না সন্ত্রাস, সংঘাত। আল্লাহ আমাদের হেফাজত করুন। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত কামনা করছি।
বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর সব মসজিদেই নামাজ শেষে দেশ ও জাতির ঐক্য, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/২৩ জুন ২০১৭/এনায়েত করিম