টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া এক বিদেশিসহ আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মালয়শিয়ান নাগরিক নূরহান বিন আব্দুর রহমান (৫৫) মারা যান।
তার পিতার নাম আব্দুল রহমান। তাকে মৃত অবস্থায় ইজতেমা ময়দান থেকে টঙ্গী শহীদ আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়েছিল বলে ওই হাসপাতালের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
এছাড়া গত রাত সাড়ে ১১টার দিকে মো: রফিকুল ইসলাম (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুর জেলার চররাইতা গ্রামের সুজার আলীর ছেলে।
এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেওয়া তিন মুসল্লির মৃত্যু হয়েছে।
এ দিকে বিশ্ব ইজতেমায় যোগ দিয়েছেন বাংলাদেশ ছাড়া বিশ্বের ৮৮টি দেশের ৪ হাজার ৪’শ ৭৬ জন বিদেশি মুসল্লি।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ