মহামারী করোনাভাইরাসের কারণে সৌদি আরবে জমজমের পানি বিতরণ কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার (২৩ মার্চ) থেকে আবারও মক্কার কুদাই এলাকায় অবস্থিত কিং আবদুল্লাহ প্রজেক্ট থেকে জমজমের পানি বিতরণ করা হবে। খালিজ টাইমস এ খবর প্রকাশ করেছে।
জাতীয় পানি বিতরণ সংস্থা মঙ্গলবার থেকে গ্রাহকদের জন্য তাদের দ্বার উন্মুক্ত করে দেবে। রমজান মাসে জমজমের পানির চাহিদা বেড়ে যায়, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন : এবার হজে অংশ নিতে পারবেন না যারা!
প্রজেক্টের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শায়খ আবদুল রহমান আল সুদাইস জানিয়েছেন,শুক্রবার ছাড়া অন্য সব দিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত জমজম কূপের পানি বিতরণ করা হবে।
ভ্যাটসহ পাঁচ লিটার জমজমের একটি বোতল ৫ দশমিক ৫ রিয়ালে পাওয়া যাবে। ১৫ দিন পর পর যে কেউ সর্বোচ্চ চার বোতল পানি সংগ্রহ করতে পারবেন।
বিডি প্রতিদিন/ফারজানা