জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রতিষ্ঠাতা পরিচালক আইনুদ্দীন আল আজাদ এবং কলরবের তরুণ শিল্পী ও সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুজুল আলমের স্বরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কলরবের প্রধান পরিচালক আলহাজ্ব রশিদ আহমাদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলামিস্ট ও ইসলামি চিন্তাবিদ মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ মাওলানা ইমতিয়াজ আলম, জাগ্রত কবি মুহিব খান, কলরবের পরিচালক শাহ্ ইফতেখার তারিক, কলরবের নির্বাহী পরিচালক মুফতী সাঈদ আহমাদ, কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান ও মুফতী রেজাউল করীম আবরার।
এতে গাজী আতাউর রহমান বলেন, প্রয়াত আইনুদ্দীন আল আজাদ আমার সহকর্মী ছিলেন। আমরা এক সাথে বিভিন্ন স্বপ্ন দেখেছি। তিনি কেবলই একজন সাংস্কৃতিক বিপ্লবীই ছিলেন না বরং তিনি ইসলাম বিজয়ের স্বপ্ন দেখতেন। বাংলাদেশে ইসলাম ও ইসলামি আন্দোলন নিয়ে সর্বদাই ভাবতেন। তার কলরব প্রতিষ্ঠাও ছিল ইসলামকে এগিয়ে নেয়ার জন্য।
জাগ্রত কবি মুহিব খান বলেন, মরহুম আইনুদ্দীন আল আজাদ ছিলেন একটি বিপ্লবের পদধ্বনী। তিনি কলরব প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামি সংস্কৃতির একটি বিপ্লব ঘটিয়েছেন।
তিনি ছিলেন এ দেশের ইসলামি সংস্কৃতির মহিরূহ।
মাহফুজুল আলমের স্বরণে তিনি বলেন, মাহফুজ খুব ছোট বয়সেই এবং জীবনের অল্প সময়েই ইসলামী সংস্কৃতিতে অনেক বড় ভূমিকা রেখে গেছেন। বিশেষ করে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে তিনি ব্যাপক ভূমিকা রেখে গেছেন। তার অভাব পূরণ হবার নয় কখনও।
মাহফুজুল আলম এবং আইনুদ্দীন আল আজাদ স্বরণে শোকাতুর বক্তব্য রাখেন কলরবের নির্বাহী পরিচালক মুফতী সাঈদ আহমাদ এবং মুহাম্মাদ বদরুজ্জামান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন