রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক মাস বয়সি রিমলি চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশুর বাবা রিটন চাকমা অভিযোগ করে বলেন, ‘সকালে আমার বাচ্চার শ্বাসকষ্ট শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কোনো অক্সিজেন সিলিন্ডার ছিল না। নার্স ও চিকিৎসকরা বাচ্চার শরীরের ওপর দুই হাত রেখে চাপপ্রয়োগের (সিপিআর) মাধ্যমে অক্সিজেন সরবরাহের চেষ্টা করেন। কিন্তু বাঁচানো যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্সও নেই যে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাব।’ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক অনুপম চাকমা বলেন, ‘একটি অ্যাম্বুলেন্স আছে, কিন্তু সেটির চাকা ও ব্যাটারি দীর্ঘদিন ধরে নষ্ট।’ এদিকে শিশুমৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে। ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘পুরো বাঘাইছড়িতে একটি মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে অক্সিজেন নেই। একটি মাত্র অ্যাম্বুলেন্স, তা-ও দীর্ঘদিন ধরে নষ্ট। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন চারজন। তার মধ্যে উপস্থিত একজন। এসব সংকটের কথা ঊর্ধ্বতনদের বারবার জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।’ জেলা সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, ‘অক্সিজেনের অভাবে শিশুমৃত্যুর বিষয়টি সঠিক নয়। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’