নাথান ওয়েবার্ন। বয়স ২৩। তিনি একজন চিত্রশিল্পী। তার শিল্পকর্ম অন্যদের চেয়ে একেবারেই আলাদা কারণ তিনি ছবি আঁকেন খাবার দিয়ে। যেমন: চকলেট, রুটি, সস, এলকোহল ইত্যাদি।
নাথান ওয়েবার্ন টোস্ট বিস্কুট, পাউরুটি, জেলি ইত্যাদি দিয়ে অসাধারণ সব ছবি আঁকেন। তার আঁকা ছবি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এসেছে। তিনি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানেও অংশ নেন।
শুধু তাই নয়, নিজের শিল্পকর্ম নিয়ে নাথান ব্রিটেনের 'Got Talent 2011' অনুষ্ঠানের সেমিফাইনাল পর্যন্ত গেছেন।