ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করতে না পেরে পরনের পোশাক খুলে ফেললেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে।
জানা যায়, সকালে রাষ্ট্রপতি ভবন দর্শনে এসেছিলেন মধ্য ত্রিশের এক দম্পতি। ঐতিহ্যময় ভবনটি ঘুরে দেখার পাশাপাশি রাইসিনা হিলসের বাসিন্দা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার ইচ্ছা প্রকাশ করে অনুরোধ জানান ভবনের মূল গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের কাছে। প্রত্যুত্তরে নিরাপত্তারক্ষীরা রাষ্ট্রপতির সঙ্গে দর্শনের কারণ জানতে চান। কিন্তু কোন সন্তোষজনক কারণ দিতে পারেননি ওই দম্পতি।
এরপরই ঘটে বিপত্তি। হঠাৎ পরনের পোশাক খুলে ফেলেন তারা। এ ঘটনায় রীতিমতো হতচকিত হয়ে পড়েন রাইসিনা হিলসের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। কেউ কিছু বুঝে ওঠার আগে পুরুষটি তার পরনের ধুতিটি খুলে রীতিমতো ছুটতে শুরু করেন। পিছন পিছন ধাওয়া করেন নিরাপত্তারক্ষীরা।
পরে এই দম্পতিকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। আটক দম্পতির উদ্ভট আচরণের কারণ খুঁজতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।