একসুতোয় বাঁধা পড়ল জন্ম-মৃত্যু। 'ব্রেন ডেড' মা জন্ম দিলেন সুস্থ সন্তানের। আর ঠিক তার পরই একে একে খুলে নেওয়া হল তার লাইফ সাপোর্ট। কোলে সদ্যোজাত পুত্রসন্তান নিয়ে ব্লগে দেওয়া ছবিটাই ডিলান বেনসনের জীবনের সবচেয়ে গর্বের, সবচেয়ে যন্ত্রণার মুহূর্তের সাক্ষী।
গর্ভে ২২ সপ্তাহের সন্তান। গত ডিসেম্বরে সেই অবস্থায় ব্রেন ডেড ঘোষণা করা হয়েছিল ডিলানের স্ত্রী রবিনকে। কিন্ত চিকিৎসকরা হাল ছাড়েননি। ৩৪ সপ্তাহ গর্ভস্থ সন্তানকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলেন তারা। কিন্তু ২৮ সপ্তাহে এসেই তারা বোঝেন, আর অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। তাই গত শনিবার কানাডার হাসপাতালে সিজেরিয়ান পদ্ধতিতে জন্ম হয় ডিলান-রবিনের পুত্রসন্তান আইভার কোহেনের। এরপরই খুলে নেওয়া হয় রবিনের সমস্ত লাইফ সাপোর্ট। সন্তানের প্রথম কান্নার শব্দ শুনতেই পেলেন না রবিন।
যন্ত্রণা আর আনন্দের প্রতিটি মুহূর্ত ব্লগে লিখেছেন ডিলান।
ইন্টারনেটে সে ব্লগ এমনই তোলপাড় ফেলেছে যে, চিকিৎসার প্রায় পুরো খরচই ইন্টারনেটে অনুদানের মাধ্যমে উঠে এসেছে। ডিলান লিখেছেন, 'আমার দেখা সবচেয়ে দৃঢ় ও সুন্দর নারীকে রবিবার চিরবিদায় জানালাম৷' বিদায়? না, রবিন বেঁচে রইলেন আইভারের মধ্যে।
ডিলানের কথায়, 'রবিনের অভাব কতটা অনুভব করব তা বোঝানোর মতো শব্দ আমার কাছে নেই৷ কিন্তু আইভারের মধ্যে আর আমার হৃদয়ে ওর অস্তিত্ব আমি সযত্নে রেখে দেব।'
চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আইভার 'প্রিম্যাচিওর'। ফলে কিছু সমস্যা তার রয়েছে। কিন্তু সার্বিকভাবে সুস্থই আছে ডিলান-রবিনের পুত্রসন্তান।
চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের নিথর দেহই তার ইনকিউবেটরের কাজ করেছে।
কয়েক দিনের মধ্যেই চিকিৎসকরা আইভারকে তার বাবার হাতে তুলে দেবেন। এরপর ছোট্ট আইভারকে নিয়ে ঘরে ফিরবেন ডিলান। আগমনীতেও বিদায়ের বিষাদ-সুর শুনছে সে।