অবশেষে বিজ্ঞানীরা কৃত্রিমভাবে মানব ফুসফুস তৈরি করতে সক্ষম হলেন। পুনরুৎপাদনশীল ওষুধের ক্ষেত্রে এটি চাঞ্চল্যকর অগ্রগতি। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শাখার গবেষক জন নিকোলাস বলেন, একসময় এটি ছিল কল্পবিজ্ঞান। আর এখন তা আমরা বাস্তব বিজ্ঞানে রূপ দিতে চলেছি।
তিনি বলেন, যদি ফুসফুসটি ঠিক মতো কাজ করে, তা হলে ফুসফুস প্রতিস্থাপন দরকার এমন এক হাজার ৬০০-এর অধিক রোগী উপকৃত হবেন।
জানা যায়, টেক্সাস গবেষকরা গাড়ি দুর্ঘটনায় নিহত দুই শিশুর ফুসফুস থেকে কয়েকটি তাজা টিস্যু বা জীবকোষ নিয়ে এ গবেষণা চালান। চার সপ্তাহের মধ্যেই তারা একটি পূর্ণাঙ্গ মানব ফুসফুস উৎপাদন করতে সক্ষম হন। এভাবে আরও দু'জন নিহত শিশুর ফুসফুস থেকে জীব কোষ নিয়ে একই প্রক্রিয়ায় তারা আরেকটি ফুসফুস উৎপাদন করেন। ফুসফুসগুলো দেখতে অবিকল আসল ফুসফুসের মতোই। তবে কৃত্রিমভাবে উৎপাদিত ফুসফুস মানবদেহে সফলভাবে প্রতিস্থাপনের জন্য হয়ত আরও ১২ বছর সময় লেগে যাবে।