ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের গান্দেরবাল জেলায় পাঁচ সেনাকে গুলি করে শেষে নিজেও আত্মঘাতী হলেন এক সেনা। গতকাল বুধবার রাতে এই ঘটনাটি ঘটে।
আজ বৃহস্পতিবার সকালে সেনা সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় রাইফেলসের এক সদস্য ক্ষুব্ধ হয়ে গান্দেরবাল থেকে ৩৫ কিলোমিটার দূরে সাফাপোরা'র মানসবাল সেনা ছাউনিতে ঢুকে তার পাঁচ সহকর্মীর ওপর চড়াও হয়। একসময় উত্তেজিত হয়ে নিজের রাইফেল থেকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে ওই সেনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ সহকর্মীর। এরপর ওই উত্তপ্ত সেনা নিজেকেই গুলি করে আত্মঘাতী হন।
তবে ঠিক কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
সেনা জওয়ানের জনসংযোগ আধিকারীক লে. কর্নেল এন এন যোশী জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানতে কোর্ট এনকোয়ারি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি ২৬ এবং ২৭ তারিখের মধ্যে কোনও এক সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলেও জানান কর্নেল যোশী।
এই ঘটনার পরেই সেনাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পরেই ওই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন পরিবারের থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা, বিনোদনের অভাব থেকেই সেনাদের মধ্যে একধরনের হতাশা জন্ম নিচ্ছে বলে ধারণা। আর এই কারণেই এ ধরনের নৃশংসতা।