সম্প্রতি এক সংবাদ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মিডিয়াকে জানান, আমরা আয়রন ম্যান বানাচ্ছি। এই আইরন ম্যান মার্কিন সামরিক বাহিনী যুদ্ধে ব্যবহার করা হবে। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কথা প্রসঙ্গে ওবামা এ কথা বলেন। কথাটি শুনেই উপস্থিত সকলে হেসে উঠেন, ওবামা নিজেও কিছু সময় হাসেন। পরে তিনি আরও বলেন, আমাদের আয়রন ম্যান আসলে একটি যুদ্ধ উপকরণ যা আমাদের সৈন্যরা ব্যবহার করতে পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমি আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে খুব দ্রুত এই আইরন ম্যান স্যুটের নমুনা তৈরি করতে পারবেন তারা।
আয়রন ম্যান স্যুট হচ্ছে 'টেকটিক্যাল অ্যাসল্ট লাইট অপারেটর সুইট' বা 'টেলোস'। এটি একটি শক্তিশালী ধাতুর তৈরি হালকা যুদ্ধ উপকরণ যা পরিধান করে যে কেউ নিজেকে বোমা এবং বুলেট থেকে রক্ষা করতে পারবেন কিংবা সরাসরি ঢুকে যেতে পারবেন শত্রুর আস্তানায়। একই সঙ্গে সংযুক্ত থাকবে উন্নত মেশিন গান ও ব্যবহারকারী সৈন্যের স্বাস্থ্য পরিমাপ এবং ক্যাম্পের সঙ্গে যোগাযোগের সুবিধা।