গন্ধ শোঁকার ক্ষমতা সরাসরি যুক্ত আমাদের স্মৃতিশক্তির সঙ্গে৷ এমনই তথ্যই প্রকাশ করেছেন কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির গবেষকেরা ৷
গবেষক দলের প্রধান এবং সহকারি অধ্যাপক স্টিফেন শিয়া জানিয়েছেন, তারা এই প্রবণতা পরীক্ষা করার জন্য বেশ কিছু ইঁদুরের উপর পরীক্ষা চালান৷ চিন্তা ও চেতনা জন্য দায়ী মস্তিষ্কের এলাকাসমূহের সঙ্গে মস্তিষ্কের ঘ্রাণ সংবেদনশীল এলাকায় দমনমূলক নিউরোন কার্যকলাপের যে সংযোগগুলি রয়েছে তা তারা পরিমাপ করেন৷ এই সংযোগ যে মতামত প্রদান করে তা হল, গন্ধকে যে উপায়ে ব্যাখা করা হয় চিন্তা ও অভিজ্ঞতা সেই পথেই পরিবর্তিত হতে পারে৷
কণিকা কোষ মস্তিষ্ক সংযোগকারী নিউরোন থেকে যে তথ্য সংগ্রহ করে তা প্রচারের ক্ষেত্রে ঘ্রাণজ কন্দে ফিরে যায়৷ কণিকা কোষ নিউরোনকে আটকে দেয়, যেগুলি মূলত সংজ্ঞাবহ উত্তরগুলি গ্রহণ করে৷ স্টিফেন জানান, এই পথেই কণিকা কোষ গুলি মস্তিষ্ককে সংবেদনশীল তথ্যগুলির সঙ্গে যোগাযোগে সাহায্য করে৷
সম্প্রতি এই গবেষণাটি নেচার নিউরোসায়েন্সের একটি জার্নালে প্রকাশিত হয়েছে৷