পেঁয়াজের ভেতর হেরোইন ঢুকিয়ে পাচার করতে গিয়ে ধরা পড়ে গেলো চোরাচালানকারীরা। পেঁয়াজ কেটে তাতে খানিকটা গর্ত করে হেরোইনের পুর ঢোকানো হয়। তারপর পেঁয়াজের কাটা অংশটা আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেয়। দেখলে বোঝাই যায় না যে এর ভেতর হেরোইন রয়েছে। কিন্তু বিপত্তিটা বাধালো প্রশিক্ষিত কুকুর। গন্ধ শুঁকে সন্ধান পেয়ে গেল নিষিদ্ধ মাদক হেরোইনের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচিতে।
জানা যায়, মাদক চোরাচালানকারীরা পুলিশের নজরদারিতে থেকে বিভিন্ন কৌশলে মাদক পাচারের চেষ্টা করছিল। সর্বশেষ তারা পেঁয়াজের ভেতরে হেরোইন পাচারের চেষ্টা করে। তাদের ধারণা ছিল, পেঁয়াজের ঝাঁজালো গন্ধে চাপা পড়ে যাবে হেরোইনের গন্ধ। আর পেঁয়াজবাহী যানবাহনে পুলিশের তল্লাশিও হবে না। কিন্তু দেশটির মাদকবিরোধী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেঞ্জার সদস্যরা প্রশিক্ষিত কুকুরের সহায়তা নিয়ে চোরাচালানকারীদের কাছ থেকে চার কোটি ৩০ লাখ রুপি মূল্যের সাড়ে ৬১ কেজি হেরোইন আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।